Home Pasmisali হাসতে হাসতে অজ্ঞান হয়ে হাসপাতালে ২৫ জন শিক্ষার্থী

হাসতে হাসতে অজ্ঞান হয়ে হাসপাতালে ২৫ জন শিক্ষার্থী

169
0
সংগ্রহীত ছবি

ঘটনাটি ঘটেছে কুমিল্লার একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। শিক্ষক শ্রেণিকক্ষে পাঠদানে ব্যস্ত ছিলেন, এমন সময় হঠাৎ করেই হাসতে শুরু করে শিক্ষার্থীরা সবাই। প্রথমে বাড়াবাড়ি মনে না হলেও, কিছুক্ষণের মধ্যে একে একে ২৫ নারী শিক্ষার্থী হাসতে হাসতে অজ্ঞান হয়ে যায়।

২২ জুলাই (সোমবার) কুমিল্লা আদর্শ সদর উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির নারী শিক্ষার্থীদের কক্ষে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নারায়ণ চক্রবর্তী গণমাধ্যমকে বলেছেন, ‘ সোমবার টিফিনের বিরতি শেষে পাঠদান শুরু হয়, বেলা আড়াইটায় ৮ম শ্রেণির ছাত্রীদের ক্লাসে পাঠদান করছিলেন শিক্ষক সুধাংশু ভূষণ দাস নামের একজন শ্রেণীশিক্ষক।

নারায়ণ চক্রবর্তী জানান, হঠাৎ শ্রেণিকক্ষে দুই-তিনজন শিক্ষার্থী হাসাহাসি শুরু করলে কাছে গিয়ে কারণ জানতে চাইলে অন্যরাও হাসতে শুরু করে। এক পর্যায়ে একে একে হাসতে হাসতে অসুস্থ হয়ে পড়তে থাকে শিক্ষার্থীরা। পুরো বিদ্যালয়ে এসময় আতঙ্কের সৃষ্টি হয়।’

অবস্থা বেগতিক দেখে শিক্ষকসহ অন্যান্যরা এসময় অসুস্থ শিক্ষার্থীদের স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কল্যাণময় দেব জিৎ জানান, ‌‘অতিরিক্ত হাসির কারণে মাথাব্যথায় অজ্ঞান হয়ে পড়ে এবং দুই-একজনের মধ্যে প্রথমে বিষয়টি দেখা দিলে বাকিরা আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে যায়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here