web analytics
BangladeshUpdate News

সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮-জন নি’হত

সিলেট দক্ষিণ সুরমার রশিদপুরে লন্ডন এক্সপ্রেস ও এনা পরিবহনের মুখোমুখি-সংঘর্ষে অন্তত ৮ জন নি’হত হয়েছেন। নিহতের- সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। এ’ঘটনায় আরও বেশ কয়েকজন যাত্রী আ’হত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ভয়াবহ-দুর্ঘটনাটি ঘটে। দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম এ’তথ্য নিশ্চিত করেছেন। নি’হতদের মধ্যে দুই বাসের চালক রয়েছেন। 

নি’হতরা হলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিনের প্রভাষক- আল মাহমুদ সাদ ইমরান খান, এনা পরিবহণের- চালক মঞ্জু, সুপার’ভাইজার সালমান ও স্টাফ জাহাঙ্গীর। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। বাকিদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে রশিদপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস ও সিলেট থেকে ঢাকামুখি এনা পরিবহন এর মুখোমুখি-সংঘর্ষের ঘটনা ঘটে। 

এনা পরিবহণের স্টাফ জায়েদ আহমদ জানান, সং’ঘর্ষে এনা পরিবহণের চালক, সুপার-ভাইজার ও এক’জন স্টাফ নিহত হয়েছেন। তাদের বাড়ি শেরপুর জেলায়। ওসমানী মেডিকেল পুলিশ-ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল জানান, হাসপাতালে আনার পথে দুই’জনের মৃ’ত্যু হয়েছে। এবং চিকিৎসাধীন অবস্থায় এক’জনের মৃ’ত্যু হয়। এছাড়াও গুরুতর আহতাবস্থায় আরো ২০জনকে ভর্তি করা হয়েছে।

Tags

Related Articles

Back to top button
Close
Close