মুশতাকের মৃত্যুর-প্রতিবাদে মশাল মিছিল

মুশতাকের মৃত্যুর-প্রতিবাদে প্রগতিশীল ছাত্র সংগঠনের মশাল মিছিল পরবর্তী সময়ে পুলিশের লাঠি’চার্জ ও তৎপরবর্তী ঘটনায় পুলিশ-সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায় মামলা হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ এই মামলার বিষয়টি নিশ্চিত করেন।
এই বিষয়ে তিনি আরও জানান, উক্ত ঘটনায় ৭ জনকে গ্রে’প্তার ও অজ্ঞাত’নামা ১০০/১৫০ জনকে আসামি করে মা’মলা হয়েছে। শাহবাগ থানা সূত্র জানায়, শাহবাগ থানার এসআই মিন্টু মিয়া পেনাল কোডের ১৪৩/১৪৭/১৪৯/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৫৩/৪২৭/১০৯ ধারায় এই মামলা-দায়ের করেন। মামলা নম্বর-৩৪। এস আই শহীদুল ইসলামকে উক্ত মামলার-তদন্তভার দেওয়া হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) মশাল-মিছিল থেকে আটক তামজীদ হায়দার, নজিব আমিন চৌধুরী জয়, এ.এস.এম তানজিমুর রহমান, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত, জয়তী চক্রবর্তীকে গ্রে’প্তার দেখানো হয়েছে।