Home international মাহফুজুর রহমানের গানের টিজার ঈদের আগেই দেখুন

মাহফুজুর রহমানের গানের টিজার ঈদের আগেই দেখুন

313
0
সংগ্রহীত ছবি

এবার ঈদেও ভক্তদের জন্য একক গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন বেসরকাররি চ্যানেলে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ড. মাহফুজুর রহমানের গাওয়া এবারের গানের অনুষ্ঠানের নাম ‘মন থেকে রইলো শুভ কামনা’ এবং সম্প্রতি অনুষ্ঠানটির একটি টিজার প্রকাশ করা হয়েছে।

অনুষ্ঠানে তার গাওয়া গানগুলোর প্রথম এক-দুই বাক্য গাইতে দেখা গেছে টিজারে।

এই ঈদের গানগুলো লিখেছেন দেশবরেণ্য সুরকার ও গীতিকবিরা এবং সংগীতায়োজনেও চমক আছে বলে জানান ড। মাহফুজুর রহমান।

গানের প্রতি প্রচন্ড দুর্বলতা থেকে ২০১৭ সালে কোরবানি ঈদে প্রথম গান নিয়ে হাজির হন ড. মাহফুজুর রহমান আর তা প্রচার হয় তার নিজের চ্যানেল এটিএন বাংলায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমবারের সেই একক সংগীতানুষ্ঠানটি প্রচারে আসার পর ভাইরাল হওয়ার সাথে আলোচন-সমালোচনাও হয়েছিল বেশ। এতেও না দমে নিয়মিত গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন এই ঈদেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here