Home Sports ব্যাটসম্যানদের গতি সামলানোর মধ্যেই সফলতা

ব্যাটসম্যানদের গতি সামলানোর মধ্যেই সফলতা

4820
0
এভাবেই প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ছবি: এএফপি

৬ষ্ঠ বারের বাংলাদেশ প্রিমিয়ার লীগ শেষে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর ছিল অনেক কঠিন কেননা তারা সেখানকার পরিবেশের সাথে খাপ খাওয়ানোর মতো যথেষ্ঠ সময় পায়নি। তারপরেও তারা পেশাদার খেলোয়ার হিসেবে প্রথম ম্যাচের ব্যর্থতার পর দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়াঁবে এই প্রত্যাশাই ব্যক্ত করছিলেন বইমেলায় আগত সাবেক অধিনায়করা। বইমেলায় তাদের আগমন ক্রীড়া সাংবাদিক রানা আব্বাসের ‘বাংলাদেশের অধিনায়ক’ বইয়ের পাঠকদের সাতে সময় কাটানো,তাদের সাথে ছবি তোলা ইত্যাদি। নিউজিল্যান্ড সফরের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে পরজিত হয় বাংলাদেশ, যেখানে ব্যাটসম্যানদেরকে অসহায় দেখা গেছে। সিরিজের দ্বিতীয় ম্যাচে ভালো কিছু করতে হলে কি করতে হবে তাই বলছিলেন বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক আমিনুল ইসলাম ও হাবিবুল বাশার। পরে এসেছিলেন আরেক সাবেক ওপেনার জাবেদ ওমর।

নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে কিউইপেসারদের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানরা খাবি খেয়েছেন। তাইতো সাবেক দুই অধিনায়ক আমিনুল ইসলাম ও হাবিবুল বাশারদের সামনে নিউজিল্যান্ড সফর প্রসঙ্গ চলে আসে। নিউজিল্যান্ডের কন্ডিশনে তাদের পেসাররা যে বাংলাদেশের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নেবে, সেটা তো জানাই ছিল। তবুও প্রথম ম্যাচে হাবুডুবু খাওয়ার পেছনে প্রস্তুতির ঘাটতি বড় করে দেখছেন আমিনুল ইসলাম। তবে যেহেতু এক ম্যাচ শেষ হয়ে গেছে, পরের ওয়ানডেতে প্রস্তুতির ঘাটতিকে বড় করে দেখার সুযোগ নেই। তার মতে পরের ম্যাচে কিউই পেসারদের সামলাতে টেকনিকে বদল আনতে হবে তামিম-মুশফিকদের। তবে প্রথম ম্যাচে প্রস্তুতিতে ঘাটতি ছিল এটা স্পষ্ট। অন্তত আট-দশ দিন সময় বেশি পেলে ওদের পেস সামলানোর উপায় বের করা যেত। বোল্ট-হেনরী-ফার্গুসেনরা পেসের সাথে সুইং করাতে পারে কিন্তু আমাদের খেলোয়াররাও পশাদার, তাদের দ্রুত অভ্যস্ত হয়ে যাবার কথা। এখন গতির সাথে পেরে উঠতে গতিকে কাজে লাগিয়ে টেকনিকে বদল আনাটা সবচেয়ে বেশি জরুরি। গতিকে কিভাবে কাজে লাগিয়ে রান বাড়ানো যায় সেদিকেই মনোযোগ দিতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের।

হাবিবুল বাশার আমিনুল ইসলামের কথায় সহমত পোষণ করেন। বালাদেশের এই সাবেক অধিনায়ক উদাহরণ হিসেবে গত ডিসেম্বরে সিলেটে উইন্ডিস এর সাথেকার প্রথম ওয়ানডের কথা মনে করান। উইন্ডিস ফাস্ট বোলারদের শর্ট বল অহেতুক সামনে এসে পুল করতে গিয়ে আত্মহত্যা করেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। এরপর অনেক সমালোচনা হয়, মিরপুরে দ্বিতীয় ম্যাচে উইন্ডিস ফাস্ট বোলারদের গতির বল কাজে লাগিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা সিরিজে সমতা আনে। বাশারের পরামর্শ, এবার নিউজিল্যান্ডের বিপক্ষে একই সুত্র কাজে লাগাতে হবে তাহলেই কাজ হবে। আমাদের ব্যাটসম্যানদেরও সেটা অজানা নয়। তারা সেটা জানে বলেই আন্তর্জাতিক ম্যাচ খেলে। বরং এটা নিয়ে সমালোচনার কিছু নেই বলে তারা মনে করেন। গতিকে বশে আনতে পারলে সফলতা আসবেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here