Home Sports বিশ্ববিদ্যালয়ের মসজিদের বারান্দায় মুশফিকের পড়ার ছবি ভাইরাল!

বিশ্ববিদ্যালয়ের মসজিদের বারান্দায় মুশফিকের পড়ার ছবি ভাইরাল!

158
0
ছবি সংগৃহীত

জাতীয় ক্রিকেট দলের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমের একটি ছবি ভাইরাল হয়েছে।ছবিতে দেখা যাচ্ছে, তিনি এক বারান্দায় বসে পড়াশোনা করছেন । ছবিটি দেখে মুশফিকের প্রশংসা করেছেন অনেকে।

 

উল্লেখ্য,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের একটি মসজিদের বারান্দার ছবি। মুশফিকুর রহিম এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পাস করার পর এখন এমফিল করছেন। আগামী শ্রীলঙ্কা সফরের আগে গত বৃহস্পতিবার ছিল তার এমফিল কোর্সের একটি পরীক্ষা।

 

মুশফিক সেই পরীক্ষার আগে ক্যাম্পাসের মসজিদের বারান্দায় বসে পড়াশোনা করছিলেন। বিশ্ববিদ্যালয়ের কোন একজন সেই ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই ভাইরাল হয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তার প্রশংসা করে বলছেন, মুশফিক বলেই সম্ভব হয়েছে এটা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here