Home Pasmisali বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে সুন্দরবন এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গে রেল যোগাযোগ বন্ধ

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে সুন্দরবন এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরবঙ্গে রেল যোগাযোগ বন্ধ

196
0
সংগ্রহীত ছবি

খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে ট্রেনটি লাইনচ্যুত হয় বলে জানা গেছে।

এদিকে প্রায় সব ট্রেনগুলো সিডিউল লেট হওয়াতে যাত্রীদুর্ভোগ সৃষ্টি হয়েছে। সড়ক পথেও রয়েছে তীব্র যানজট। দুর্ঘটনায় বঙ্গবন্ধু সেতুতে পারাপারের লাইন বন্ধ হয়ে যাওয়ায় উত্তর ও পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঢাকা থেকে খুলনাগামী ৭২৬ সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি বিপুলসংখ্যক যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতুতে ওঠার আগে লাইনচ্যুত হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

রেলওয়ে কর্তৃপক্ষ এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা উদ্ধারকাজে কতক্ষণ লাগবে তা এখনো জানাতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here