ফেসবুক পক্ষ থেকে অনেক আগেই ভূয়া অ্যাকাউন্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল । ইতোমধ্যে সকল প্রকার ফেক অ্যাকাউন্ট সরিয়ে ফেলার কাজও শুরু করেছে ফেসবুক। প্রতিষ্ঠানটি থেকে জানানো হয়েছে যে, চলতি বছরের শুরুতেই কমপক্ষে ২২০ কোটি ফেক অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে।
উল্লেখ্য শুধুমাত্র এই বছরেই নয়,গত বছরের শেষ থেকেই এই সাফাইয়ের কাজ শুরু করে দিয়েছিল ফেসবুক। নভেম্বর, ডিসেম্বর মিলিয়ে প্রায় ১২০ কোটি ফেক অ্যাকাউন্ট বন্ধ করেছিল প্রতিষ্ঠানটি। জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানানো হয়,‘আমরা যা অনুমান করেছিলাম, ঠিক তাই হয়েছে। মাসিক ৫ শতাংশ চালু অ্যাকাউন্টই ভূয়া।’
এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট এ কথা স্বীকার করে নিয়েছে যে ফেসবুক ঘৃণা সংক্রান্ত পোস্টে ভরতি হয়ে গেছে। এমনকি এক পরিসংখ্যানে টা পরিস্কার করেছে, ডিলিটও করে দেওয়া হয়েছে বেশ কিছু পোস্ট। এমনকি ২০১৯ সালের প্রথম দিকেই ৪০ লক্ষ এমনই ঘৃণা সংক্রান্ত পোস্ট ডিলিট করা হয়েছে ।