Home international জানুন বিশ্বের সবচেয়ে ছোট দেশ সম্পর্কে যার জনসংখ্যা মাত্র ৫৬ জন!

জানুন বিশ্বের সবচেয়ে ছোট দেশ সম্পর্কে যার জনসংখ্যা মাত্র ৫৬ জন!

1145
0
অপরূপ সৌন্দর্যের দ্বীপ পিটকার্ন আইল্যান্ডস।ছবি সংগৃহীত

দেশটির নাম নাম পিটকার্ন আইল্যান্ডস।আগ্নেয় শিলা দিয়ে তৈরি চারটি দ্বীপ নিয়ে গঠিত দেশটি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত।দ্বীপ চারটির নাম হলো পিটকার্ন, হেন্ডারসন, ডুসি এবং ওয়েনো। মানুষের বসবাস একমাত্র পিটকার্নেই । সমুদ্রের মাঝখানে বাকি তিন দ্বীপ ফাঁকাই পড়ে রয়েছে।জনসংখ্যা মাত্র ৫৬ জন। এটিই বিশ্বের সবচেয়ে ছোট দেশ জনসংখ্যার বিচারে।

 

নিউজিল্যান্ড রয়েছে পিটকার্নের সবচেয়ে কাছে।নিউজিল্যান্ড হয়েই পিটকার্নে যাবতীয় চিঠিপত্র পৌঁছায়।১৭৯০ সালে পিটকার্নে জনবসতি গড়ে ওঠে। ব্রিটিশ নৌসেনার এক দল ১৭৮৯ সালে সেনা বিদ্রোহ ঘোষণা করেন।ব্রিটিশ নৌসেনার তাহিতিগামী জাহাজের ক্যাপ্টেনকে জাহাজ থেকে ছোট নৌকায় জোর করে চড়িয়ে দিয়ে জাহাজের দখল নেয় তারা।ওই বিদ্রোহী নৌসেনারা পরে তাহিতি পৌঁছায় ।অথচ সেখানেও তাদের বেশি দিন থাকা হয়নি।

 

এ সময় তারা সকলে তাহিতি ছেড়ে পিটকার্ন চলে যান ব্রিটিশ প্রশাসনের শাস্তির হাত থেকে বাঁচতে।বিদ্রোহী ব্রিটিশ নৌসেনাদের সঙ্গে তাহিতির কিছু মানুষও পিটকার্ন চলে যান।ছোট্ট এই দ্বীপে আশ্রয় নেওয়ার সাথে সাথে সেখানে জনবসতি গড়ে ওঠে। তখনকার ওই বিদ্রোহী ব্রিটিশ নৌসেনা আর তাদের সঙ্গী তাহিতির বাসিন্দাদের বংশধররাই আজ পিটকার্নের নাগরিক।বর্তমানে যে কজন মানুষ পিটকার্নে রয়েছেন, তারা মূলত চার পরিবারের সদস্য।

 

অপূর্ব প্রাকৃতিক শোভা নিয়ে প্রশান্ত মহাসাগরের মাঝে ভেসে রয়েছে এই দেশ।২০১০ সালে পিটকার্নের জনসংখ্যা ছিল ৪৫ জন। ২০১৩ সালে জনগনণা করে দেখা যায়,তা সামান্য বেড়ে হয়েছে ৫৬ জন।পিটকার্ন আইল্যান্ডকে এখনো স্বশাসিত রাষ্ট্রের স্বীকৃতি দেয়নি জাতিসংঘ। পাহাড়, জঙ্গল আর সমুদ্রে ঘেরা এই দেশের প্রশাসনিক দায়িত্ব রয়েছে ব্রিটিশদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here