Home Pasmisali ছুঁলেই সর্বনাশ, মৃত্যুও হতে পারে

ছুঁলেই সর্বনাশ, মৃত্যুও হতে পারে

336
0
ছবিঃ সংগ্রহীত

ভয়ংকর এক ফুলের নাম ‘এশিয়ান ব্লিডিং হার্ট’। যার শরীরময় বিষের থলি!
দেখলেই চোখ জুড়িয়ে যাবে। গাছের ডালে সারি সারি ফুল। রক্তের মত লাল। দেখলেই ছুঁতে ইচ্ছে হতে পারে। এ যেন ভালোবাসার জলজ্যান্ত প্রতীক।

ছবিঃ সংগ্রহীত

ফুলটি কতই না সুন্দর! যেমন তার রং, তেমনই আকৃতি। যেন গাছের ডালে ঝুলে আছে আস্ত এক রাঙা হৃদয়। একি শুধুই রঙিন, নাকি রক্তিম?

ছবিঃ সংগ্রহীত

দেখে যাই ভাবুন, আপ্লুত হবেন না। কারণ, এ সুন্দর চেহারার আড়ালে লুকিয়ে আছে ভয়ানক বিপদ। এ সাধারণ কোনো ফুল নয় বরং এক বিষের থলে। উত্তর চীন, কোরিয়া, জাপান, সাইবেরিয়াতেও এ ফুল দেখতে পাওয়া যায়।

ছবিঃ সংগ্রহীত

ছুঁলেই হবে সর্বনাশ। মৃত্যু না হলেও যে কাউকে শয্যাশায়ী করে দিতে পারে এ ফুল। অ্যালার্জি হয়ে শরীর ভরে যেতে পারে লাল দাগে, শ্বাসকষ্ট হতে পারে, বমি ভাবও হতে পারে। ফুলে গাছের সঙ্গে ছোঁয়া লাগলে চামড়ায় হতে পারে চুলকানিও।

ছবিঃ সংগ্রহীত

কাজেই রঙিন হৃদয়টি গাছেই ঝুলে থাক। সে ‘হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে’ না চাওয়াই মঙ্গল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here