‘কালা পাহাড়ের’ওজন ২৫ মণ,দাম উঠেছে ২০ লাখ টাকা!

ফ্রিজিয়ান জাতের ২৫ মণ ওজনের এক ষাঁড় রাজবাড়ী জেলার একটি খামারে বেড়ে উঠেছে ।খামারি ভালোবেসে নাম দেন কালা পাহাড় । বিশাল আকৃতি ও শরীরের রং কালো এই গরুটার দাম উঠেছে ২০ লাখ টাকা। বিশাল আকৃতির খবর শুনে প্রতিদিনই তাকে এক নজর দেখতে ভিড় জমাচ্ছেন অনেকে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছেন ক্রেতারারাও।
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারী খামারী নিলুফার বেগম এই বিশাল আকৃতির ষাঁড়টির মালিক। দীর্ঘ তিন বছর ধরে পরম মমতায় তিনি কালা পাহাড়ের যত্ন করে আসছেন। প্রাকৃতিক খাদ্য ও নিয়মিত যত্নে ধীরে ধীরে এমন বিশাল হয়ে উঠেছে ষাঁড়টি।
নিলুফার বেগম জানান, বর্তমানে কোরবানির উপযোগী ১৫টি ষাঁড় রয়েছে তার খামারে। এগুলোর মধ্যে প্রতিটি গড়ে ১৫ মণ ওজনের। কালা পাহাড়ই এদের মধ্যে সবচেয়ে বড়। তিনি বলেন, ‘প্রতিদিন প্রায় ৪০ কেজি কাঁচা ঘাস, ভুট্টা, ধানের কুঁড়া, মোটা ছাল ও খড় খেতে দেওয়া হয় কালাপাহাড়কে। কমপক্ষে দিনে তিনবার গোসল করাতে হয়। পশু ডাক্তারের পরামর্শেই চলে কালা পাহাড়ের দেখাশোনা। ষাঁড়টির এখন পর্যন্ত এর দাম উঠেছে ২০ লাখ টাকা। তবে কোরবানির ঈদের আরও কিছু দিন বাকি আছে। তাই দেখি কত দাম হয় কালা পাহাড়ের।’
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. প্রভাস চন্দ্র সেন জানান, ‘প্রতি বছরের মতো এবারও পাংশায় কয়েকশ খামারে কোরবানির পশু লালনপালন করছেন খামারিরা। নিয়মিত খামারিদের নানাবিধ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর বিশাল আকারের কালাপাহাড়ের প্রতি সব সময় নজর রাখা হয়েছে। উন্নত জাতের এই গরুটি প্রাকৃতিক উপায়েই বড় করেছেন খামারি।’