Home Sports আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মুস্তাফিজ!

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মুস্তাফিজ!

195
0
ছবি সংগৃহীত

বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে ফের জায়গা পেয়েছেন।প্রথমবারের মতো ২০১৫ সালে বিশ্ব ক্রিকেটে চমক দিয়ে এসেছিলেন`মিস্টার ফিজ’খ্যাত এই মিডিয়াম পেসার।সেই বছর জায়গা পেয়েছিলেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে।

মাঝে দুই আড়াই বছর ইনজুরি আর ফর্মহীনতার সঙ্গে লড়েছেন।২০১৮ সালের শুরুর দিকে আবার নিজেকে অনেকটাই ফিরে পেয়েছেন।এর ফলে আইসিসির ২০১৮ সালের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গাও পেয়ে গেলেন হিসেবে তিনি।

সর্বশেষ বছরে মুস্তাফিজ ১৮ওয়ানডেতে ২৯ উইকেট নিয়েছেন।যার গড় ২১.৭২।আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে ১৮.৫০ গড়ে ১০ উইকেট নিয়ে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন।মুস্তাফিজের বিষয়ে আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে,‘সুইং করানোর সামর্থ্য ও চতুর স্লোয়ার বল মিলিয়ে তিনি দারুণ এক ওয়ানডে বোলার।এই দলে সর্বোচ্চ চারজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন ভারত ও ইংল্যান্ড দল থেকে।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল:রোহিত শর্মা, বিরাট কোহলি(অধিনায়ক),কুলদীপ যাদব,জাসপ্রিত বুমরাহ,জনি বেয়ারস্ট,জো রুট,জোস বাটলার,বেন স্টোকস,রস টেলর,মুস্তাফিজুর রহমান ও রাশিদ খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here